৫২ খানার এক প্যাকেট তাস থেকে স্কাপনের টিক্কা সরিয়ে রাখা হল। অবশিষ্ট তাসগুলো থেকে নিরপেক্ষ ভাবে একটি তাস টানলে সেটি স্কাপন হওয়ার সম্ভাবনা কত?

A ২/৫২

B ৪/১৭

C ১২/৫২

D ১৩/৫২

Solution

Correct Answer: Option B

স্কাপনের টিক্কা সরিয়ে রাখা হলে তাস থাকে ৫১ খানা তার মধ্যে স্কাপনের তাস আছে ১২ খানা।
নিরপেক্ষ ভাবে একটি তাস টানলে সেটি স্কাপন হওয়ার সম্ভাবনা ১২/৫১ = ৪/১৭

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions