১২ থেকে ৩০ পর্যন্ত সংখ্যা থেকে যেকোন একটিকে ইচ্ছা মতো নিলে সে সংখ্যা টি মৌলিক অথবা ৫ এর গুনিতক হওয়ার সম্ভাবনা কত?
Solution
Correct Answer: Option D
মোট সংখ্যা ১৯ ১০ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা (১৩, ১৭, ১৯, ২৩, ২৯) = ৫টি এবং
৫ এর গুনিতক (১৫, ২০, ২৫, ৩০) = ৪ টি
সংখ্যা টি মৌলিক অথবা ৫ এর গুনিতক হওয়ার সম্ভাবনা = ৯/১৯