আমরা চেহেরা দেখার জন্য যে দর্পণ ব্যবহার করি, তা কি দর্পণ -
A সমতল
B অবতল
C উত্তল
D সমতল ও অবতল উভয়
Solution
Correct Answer: Option A
যে মসৃন তলে আলো নিয়মিত প্রতিফল ঘটে তাকে দর্পণ বলে । সমতল দর্পনে নিজের পূর্ণ চেহারা দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য দর্শকের উচ্চতর অর্ধেক হওয়া প্রয়োজন ।