বাংলা গদ্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে ?
Solution
Correct Answer: Option B
- বাংলায় কর্মরত ইস্ট-ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ অফিসারদের দেশিয় ভাষা শিক্ষা দেয়ার উদ্দেশ্যে লর্ড ওয়েলেস্লি কর্তৃক ৪ মে, ১৮০০ সালে কলকাতার লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়।
- এতে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ খ্রিষ্টাব্দে। বাংলা বিভাগের প্রধান হিসেবে যোগ দেন শ্রীরামপুর মিশনের পাদ্রি এবং বাইবেলের অনুবাদক বাংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরী।
- বাংলা গদ্য বিকাশের যুগে ১৮০১-১৮১৫ সাল পর্যন্ত কেরীর নেতৃত্বে রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজীবলোচন মুখোপাধ্যায়, তারিণীচরণ মিত্র, চণ্ডীচরণ মুনশি, হরপ্রসাদ রায়, গোলকনাথ শৰ্মা প্রমুখ লেখকগণ ফোর্ট উইলিয়াম কলেজের সাথে সম্পৃক্ত থেকে অসংখ্য বাংলা গদ্য পুস্তক রচনা করেছিলেন, যা বাংলা গদ্য সাহিত্য বিকাশে ব্যাপক ভূমিকা পালন করেন।