Solution
Correct Answer: Option C
রামরাম বসু (১৭৫৭-১৮১৩) ছিলেন উইলিয়াম কেরির একজন গুরুত্বপূর্ণ সহযোগী এবং ফোর্ট উইলিয়াম কলেজের সহকারী পণ্ডিত। তিনি মূলত ফারসি-নবিস মুনশী হিসেবে কাজ শুরু করলেও পরে বাংলা গদ্য ও পদ্য রচনায় অসাধারণ দক্ষতা অর্জন করেন। যদিও তিনি খ্রিস্টধর্মের প্রতি আগ্রহ দেখিয়ে পাদ্রিদের সাহায্য করেছিলেন, কিন্তু নিজের ধর্ম পরিত্যাগ করেননি। তাঁর নৈতিক অধঃপতনের কারণে কলেজ থেকে বিতাড়িত হলেও উইলিয়াম কেরি তাঁর দয়া এবং বুদ্ধিমত্তার প্রশংসা করতেন এবং ধর্মপ্রচার ও গ্রন্থ রচনার কাজে তাঁর সাহায্য নিতেন।
রামরাম বসুর দুটি উল্লেখযোগ্য গদ্যগ্রন্থ হলো 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১) এবং 'লিপিমালা' (১৮০২)। এর মধ্যে 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' বাঙালি রচিত এবং বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম দীর্ঘ মৌলিক রচনা হিসেবে পরিচিত।