বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি ?

A চর্যাপদ

B কোচবিহার রাজার লেখা চিঠি

C শেখ শুভোদয়া

D নরোত্তম দাসের দেহকড়চা

Solution

Correct Answer: Option B

-১৫৫৫ সালে আসামরাজ চুকোমফা স্বর্গদেবকে লেখা কুচবিহারের রাজা নরনারায়ণ
-এর একটি পত্রকে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন হিসেবে চিহ্নিত করা হয় ।
-এরপর গদ্যের তেমন বিকাশ লক্ষ করা যায় না ।
-ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে পর্তুগিজ পাদ্রিগণ বাংলা গদ্যের ব্যাপক ব্যবহারের প্রচলন করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions