কাজী মোতাহার হোসেন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ?
Solution
Correct Answer: Option D
-১৯২৬ সালের ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুসেনের নেতৃত্বে ঢাকায় 'মুসলিম সাহিত্য সমাজ' নামে একটি সাংস্কৃতিক সংগঠন গঠিত হয় ।
-এই সমাজের কার্যক্রম 'বুদ্ধির মুক্তি আন্দোলন' নামে পরিচিত ।
-বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে আরো যুক্ত ছিলেন- কাজী মোতাহার হোসেন, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির প্রমুখ ।
-এই সমাজের মুখপত্র 'শিখা' পত্রিকা ।
-যার প্রতিটি সংখ্যায় লেখা থাকত 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব' ।