Solution
Correct Answer: Option A
'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা মামুনুর রশীদ। এটি একটি মঞ্চ নাটক যা ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
তাঁর রচিত অন্যান্য নাটক :
- পশ্চিমের সিঁড়ি,
- গন্ধর্ব নগরী,
- ওরা আছে বলেই,
- ইবলিশ,
- লেবেদেফ,
- গিনিপিগ,
- জয় জয়ন্তী ইত্যাদি।