‘পাগলে কিনা বলে।’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
A কর্তায় ষষ্ঠী
B কর্তায় ২য়া
C কর্তায় ৭মী
D কর্তায় শূন্য
Solution
Correct Answer: Option C
যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা বা কর্তৃকারক বলে ।কে /কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক নির্ণয় করা যায় ।