যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?

A ব্যাসবাক্য

B সমস্যমান পদ

C সমাসবাক্য

D সমস্তপদ

Solution

Correct Answer: Option B

সমাসের পরিভাষা ৫ টি ।সমস্যমান পদ , ব্যাসবাক্য , সমস্তপদ , পূর্বপদ , পরপদ ।
- যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেককে বলে সমস্যমান পদ ।
- সমাস যুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ বলে।
- সমাস যুক্ত পদের পরবর্তী অংশকে পরপদ বলে ।
- সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্তপদ ।
- সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলা হয় ব্যাসবাক্য ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions