“কুঁড়ে স্বভাব” কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?

A ঊনপঞ্চাশ বায়ু

B আঠারো মাসে বছর

C অকাল কুষ্মাণ্ড

D অল্পবিদ্যা ভয়ঙ্করী

Solution

Correct Answer: Option B

-কুঁড়ে স্বভাব বাগধারার দবারা বোঝায় - আঠারো মাসে বছর বা দীর্ঘসূত্রতা,
উদাহরণ সরুপ- আমার মামা সব কাজে দেরি করেন, সবাই বলেন তার নাকি আঠার মাসে বছর।

-অল্পবিদ্যা ভয়ঙ্করী দ্বারা বোঝায় - অহেতুক গর্ব ,
-অকাল কুষ্মাণ্ড শব্দ দ্বারা বুঝায় - অপদার্থ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions