'নীরস' এর সন্ধি বিচ্ছেদ-

A নিঃ + রস

B নি + রস

C নী + রস

D নীঃ + রস

Solution

Correct Answer: Option A

পূর্বপদের শেষে র-জাত বিসর্গযুক্ত ই - ধ্বনি বা উ- ধ্বনি এবং পরপদের গোড়ায় র থাকলে সন্ধিতে বিসর্গ লোপ পায় এবং ই বা উ ধ্বনি দীর্ঘতা পেয়ে ঈ বা উ ধবনি হয় । সে অনুসারে নিঃ + রস = নীরস ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions