যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে-
A ক্রিয়া
B উপসর্গ
C বিভক্তি
D প্রত্যয়
Solution
Correct Answer: Option D
ক্রিয়া বা নাম শব্দে সঙ্গে যে সকল ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে প্রত্যয় বলে যেমন - √ পড় _ উয়া = পড়ুয়া । এখানে উয়া একটি প্রত্যয় ।