ঘণ্টায় ৫ কিমি বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কিমি বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
A ২৫ কিমি
B ২২ কিমি
C ২০ কিমি
D ১৫ কিমি
Solution
Correct Answer: Option D
ধরি , স্থানটির দূরত্ব x কিমি
৩০ মিনিট =৩০/৬০ =১/২ ঘণ্টা
শর্তমতে , x/৫ = x/৬ +১/২
বা , ৬x = ৫x +১৫
∴ x = ১৫ কিমি