লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে?
A শায়েস্তা খান
B মুর্শিদকুলি খান
C সুবাদার ইসলাম খান
D যুবরাজ মোহাম্মদ আযম
Solution
Correct Answer: Option D
লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গবাদ দুর্গ ১৬৭৮ খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহাজাদা মোহাম্মদ আজম দুর্গটির নির্মাণ কাজ আরম্ভ করেন এবং ১৬৮২ সালে তা সম্পন্ন করেন সুবাদার শায়েস্তা খান।