Solution
Correct Answer: Option A
- হার্বার্ট স্পেন্সার একজন ব্রিটিশ দার্শনিক ও সমাজতাত্ত্বিক।
- তিনি চার্লস ডারউইনের জীববিজ্ঞানের বিবর্তনের তত্ত্ব (Theory of Evolution) কে সমাজবিজ্ঞানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিলেন।
- স্পেন্সারের মতে, সমাজও একটি জীবনের মতো ক্রমবিকাশ লাভ করে, যেখানে শক্তিশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান বেঁচে থাকে আর দুর্বলরা পিছিয়ে যায়।
- এটি সামাজিক বিবর্তনবাদের মূল ধারণা।
- সরাসরি বলতে গেলে, তিনি সমাজকে “Survival of the Fittest” বা “যারা উপযুক্ত তারা বেঁচে থাকবে” ধারণার আলোকে বিশ্লেষণ করেছিলেন। তাই সামাজিক বিবর্তনবাদের জনক হিসেবে হার্বার্ট স্পেন্সারকে স্বীকৃতি দেওয়া হয়।