গ্রীন হাউজ ইফেক্ট বলতে কি বোঝায়?

A সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণে ঘাটতি

B প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা

C তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি

D উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন

Solution

Correct Answer: Option C

পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রতিক্রিয়াকে গ্রিন হাউস ইফেক্ট বলে। বায়ুমণ্ডলে CFC , কার্বন -ডাই অক্সাইড , মিথেন প্রভৃতি গ্যাস দ্বারা স্তর সৃষ্টি হওয়ার কারণে বায়ুমণ্ডলের নিম্নস্তরে তাপ আটকে পড়ে এবং সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions