বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ চালু করেছিলেন-
A বাদশা আকবর
B বিজয় সেন
C লক্ষণ সেন
D ইলিয়াস শাহ
Solution
Correct Answer: Option A
সম্রাট আকবর ১৫৮৪ সালে কৃষিকাজের সুবিধার্থে বাংলা সন প্রবর্তন করেন। পণ্ডিত ফাতেহ উল্লাহ সিরাজী সম্রাট আকবরের নির্দেশে বাংলা সনের প্রবর্তন করেন। ১৫৫৬ সালের ৫ নভেম্বর সম্রাটের সিংহাসন আরোহণের সময় থেকে তা কার্যকর করা হয়।