পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে?

A শীতপ্রধান অঞ্চলে

B নিরক্ষীয় অঞ্চলে

C মেরু অঞ্চলে

D নাতিশীতোষ্ণ অঞ্চলে

Solution

Correct Answer: Option B

পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে উষ্ণতার বিনিময় হয়ে এ জাতীয় বৃষ্টিপাত হয় বলে একে পরিচলন বৃষ্টিপাত বলে । নিরক্ষীয় অঞ্চলে ৫ ডিগ্রি হতে ১০ ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বৃষ্টিপাত সংঘটিত হয় । নিরক্ষিয় অঞ্চলে বার্ষিক পরিচলন বৃষ্টিপাতের পরিমাণ গড়ে ২০০ সেমি (৮০ ) ইঞ্চি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions