মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

A পদ্মা

B মেঘনা

C ভৈরব

D পশুর

Solution

Correct Answer: Option D

খুলনা পশুর নদীর তীরে অবস্থিত । মংলা বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর .১৯৫০ সালের ১ ডিসেম্বর বন্দরটি স্থাপিত হয় .১৯৫০সালের ১১ ডিসেম্বর এ বন্দরের মাধ্যমে দেশের বিশাল অংশের আমদানি - রপ্তানির জন্য প্রথম জাহাজ সিটি অব লিয়ন্স এর আগমন ঘটে । ১৯৫১ সালের ১৭ মার্চ এটি অ্যাকারেজ হিসাবে কাজ শুরু করে এবং ১৯৭৭ সালের মে পর্যন্ত ডাইরেক্ট রেট হিসেবে পরিচালিত হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions