হ্যালীর ধূমকেতু আবির্ভূত হয়-

A প্রতি ৮০ বছর পর পর

B প্রতি ৭৬ বছর পর পর

C প্রতি ২০০ বছর পর পর

D প্রতি ১০০ বছর পর পর

Solution

Correct Answer: Option B

ধূমকেতু উজ্জ্বল মস্তক বিশিষ্ট একটি জ্যোতিষ্ক যার পশ্চাতে লক্ষ লক্ষ কিলোমিটার দীর্ঘ উজ্জ্বল বাস্পময় বা ধূলিকণাময় গুচ্ছ থাকে । ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী এডমণ্ড হ্যালি ১৬৮২ সালে ধূমকেতু পর্যবেক্ষণ করেন ।তাই তার নামানুসারে এর নামকরণ করা হয় হ্যালির ধূমকেতু ।
♦ হ্যালির ধূমকেতু দেখা গেছে— ১৭৫৯, ১৮৩৫, ১৯১০ ও ১৯৮৬ সালে।
♦ হ্যালির ধুমকেতু দেখা যায়— ২৪০ খ্রিস্টপূর্ব অব্দ থেকে।
♦ পরবর্তী হ্যালির ধূমকেতু দেখা যাবে— ২০৬২ সালে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions