বাংলাদেশের কোন বিজ্ঞানী 'কলিঙ্গ পুরস্কার' লাভের গৌরব অর্জন করেছেন?

A ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীন

B ড. কুদরত-এ-খুদা

C ড. জগদীশ চন্দ্র বসু

D ড. কামাল উদ্দীন আহমদ

Solution

Correct Answer: Option A

ড আব্দুল্লাহ আল - মুতি শরফুদ্দিন ১১ জানুয়ারি ১৯৩০ সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িয়ার জন্মগ্রহণ করেন । তিনি বিজ্ঞান , পরিবেশ , শিক্ষা বিষয়ক অসংখ্য বই রচনা করেছেন ।তার উল্লেখযোগ্য বইগুলো হল বিজ্ঞান ও মানুষ , এ যুগের বিজ্ঞান , বিপন্ন পরিবেশ , মেঘ বৃষ্টি রোদ ইত্যাদি । তিনি বাংলা একাডেমি প্রকাশিত বিজ্ঞানকোষ বইয়ের সম্পাদক ছিলেন ।তিনি ১৯৮৬ - ৯০ সাল পর্যন্ত বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন ।তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions