গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?

A মৃত্যুদণ্ড

B সংবিধান

C সংসদ

D ফৌজদারী আইন

Solution

Correct Answer: Option B

- প্রচলিত অর্থে সরকার হচ্ছে শাসন বিভাগ , বিচার বিভাগ ও আইন বিভাগের সমষ্টি ।
- আর এ বিভাগগুলোর মধ্যে ক্ষমতা বণ্টন , সরকারি কাজ পরিচালনা ,সরকারের সাথে জনগণের সম্পর্ক নির্ধারণ ইত্যাদি বিশয়ের কতকগুলো নিয়মকানুন থাকে ,যা সমষ্টি আকারে সংবিধানে পরিণত হয় ।

সংবিধান সাধারণত দু প্রকারঃ
-(ক ) লিখিত বা দুস্পরিবর্তনীয় এবং
-( খ ) অলিখিত বা সুপরিবর্তনীয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions