Solution
Correct Answer: Option A
পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া।
- মেসোপটেমীয় সভ্যতার চারটি পর্যায় ছিল- সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশেরীয় ও ক্যালেডীয় সভ্যতা।
- মেসোপটেমিয়ায় গড়ে ওঠা সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা।
- সুমেরীয়দের অবদান ছিল লিখন পদ্ধতি (কিউনিফর্ম), গিলগামেশ মহাকাব্য, চাকা এবং পাটিগণিতের গুণ পদ্ধতি আবিষ্কার।