দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে?

A কার্বন মনোক্সাইড

B কার্বন-ডাই-অক্সাইড

C নাইট্রিক অক্সাইড

D সালফার ডাইঅক্সাইড

Solution

Correct Answer: Option A

কার্বন মনোক্সাইড এর জন্য মৃত্যুর ঝুঁকি ১–৩১%. খুব বেশি মাত্রায় কার্বন মনোক্সাইড গ্রহণের ফলে জ্ঞান হারিয়ে ফেলা, অ্যারিথমিয়া, খিঁচুনি, বা মৃত্যুর পর্যন্ত হতে পারে। .

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions