পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল?

A ১৮৫৭ সালে

B ১৮০৩ সালে

C ১৭৫৭ সালে

D ১৭৫৫ সালে

Solution

Correct Answer: Option C

বাংলা , বিহার ,উড়িষ্যার নবাব সিরাজ উদ্দউলা এবং ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভের মধ্যে ১৭৫৭ সালের ২৩ জুন এ যুদ্ধ সংঘটিত হয় । বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা । এ যুদ্ধে নবাবের প্রধান সেনাপতি মীরজাফর , রাজবল্লভ , রায়দুরলভ , উমিচাঁদসহ অন্যদের বিশ্বাসঘাতকতার জন্য নবাব পরাজিত এবং পরে নিহত হন । ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions