সিস্টোলিক চাপ বলতে বুঝায়-
A হৃৎপিণ্ডের সংকোচন চাপ
B হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
C হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
হৃৎপিণ্ডের সংকোচন চাপকে সিস্টোলিক ও প্রসারণ চাপকে ডায়াস্টোলিক চাপ বলে।
- ক্যাটল ফিস ও অক্টোপাস উভয়ের তিনটি করে হৃৎপিন্ড আছে।
- ব্যাঙের হৃদপিন্ডে ৩টি প্রকোষ্ঠ এবং
- মানুষের হৃৎপিণ্ডে ৪ টি প্রকোষ্ঠ আছে।