Solution
Correct Answer: Option B
- দর্শন শাস্ত্র বা ফিলোসফির জনক হিসেবে সক্রেটিসকে গণ্য করা হয়।
- তিনি প্রাচীন গ্রিসের একজন দার্শনিক ছিলেন এবং মূলত চিন্তা ও যুক্তি (Reasoning) এর ওপর গুরুত্ব দেন।
- সক্রেটিসের সবচেয়ে পরিচিত দৃষ্টিভঙ্গি হলো “সক্রেটিক পদ্ধতি” (Socratic Method), যেখানে প্রশ্ন-উত্তরের মাধ্যমে সত্য উদঘাটনের চেষ্টা করা হয়।
- তিনি লিখিত কোনো গ্রন্থ রেখেননি; তার দর্শন মূলত শিষ্য প্লেটো ও অন্যান্যদের লিখিত কাজ থেকে জানা যায়।
- সক্রেটিস মানুষের নৈতিকতা, সঠিক জীবনধারা ও জ্ঞান অর্জনের গুরুত্বের উপর জোর দেন। এজন্য তাকে দর্শন শাস্ত্রের জনক হিসেবে বিবেচনা করা হয়।