নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়?
A পটাশ
B টিএসপি
C ইউরিয়া
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option C
ইউরিয়া একটি নাইট্রোজেনঘটিত জৈব যৌগ। নাইট্রোজেন গ্যাসকে বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রূপান্তরিত করা হয় এবং পরে অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রস্তুত করা হয়। ইউরিয়ায় নাইট্রোজেনের পরিমাণ ৪৬%।