Solution
Correct Answer: Option B
প্রিজমে সাদা আলো পতিত হলে তার সাতটি বর্ণে বিশ্লিষ্ট হয় ।যথা - বেগুনি , নীল ,আসমানি ,সবুজ , হলুদ , কমলা ও লাল । একে আলোর বিচ্ছুরণ বলে । বৃষ্টির ফোঁটায় সূর্যের আলো পরলে তা প্রিজমের নেয় কাজ করে এবং সাদা আলো বিশ্লিষ্ট হয়ে সূর্যের বিপরীত দিকে আকাশে উজ্জ্বল বর্ণের কার্ভ বা অর্ধবৃত্ত তৈরি করে । একে রংধনু বা রামধানু বলে।