তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ-

A তরল পদার্থ

B বায়বীয় পদার্থ

C নরম পদার্থ

D কঠিন পদার্থ

Solution

Correct Answer: Option B

- তাপ প্রয়োগ করলে পদার্থ প্রসারিত হয় । তবে যে পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ যতো কম সে পদার্থ ততো বেশি প্রসারিত হয় ।
- কঠিন বা তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ অনেক কম ।তাই তাপ প্রয়োগে বায়বীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions