পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?

A আটলান্টিক ও ভু-মধ্যসাগর

B প্রশান্ত ও উত্তর মহাসাগর

C আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

D ভারত ও প্রশান্ত মহাসাগর

Solution

Correct Answer: Option C

পানামা খালকে বলা হয় প্রশান্ত মহাসগরের প্রবেশদ্বার । এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে ।দৈর্ঘ্য ৮০ কিমি ও প্রস্থে ৯১ মিটার হলেও এটি পৃথিবীর গরভীরতম (১৪ মিটার ) খাল । যুক্তরাষ্ট্র ১৯১৩ সালে এটি খনন করে। পরবর্তীতে ১৫ ডিসেম্বর ১৯৯৯ এটিকে পানামার নিকট হস্তান্তর করা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions