একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
A ৩৬
B ৭২
C ১২০
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option B
১ দিনে সময় হারায় ১০ মিনিট
∴৬ " " " ১০ × ৬ =৬০ মিনিট বা ১ ঘণ্টা
আমরা জানি ,
ঘড়ির কাঁটায় সম্পূর্ণ হারায় ৬ দিনে
∴ ১ ঘণ্টা সময় হারায় ৬ দিনে
∴ ১২ " " " (৬ ×১২)=৭২ দিনে