আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে ৩ বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে ২ বছর কম। মুমিনের বয়স যখন ৫ তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?

A ৫৪ বছর

B ৪৫ বছর

C ৫০ বছর

D ৪৩ বছর

Solution

Correct Answer: Option B

ধরি , রহিমের বয়স =x  বছর
∴  করিমের বয়স =(x-৩) "
আফজালের "     =(x-৩-২)"
                           =(x-৫)"

এবং মুমিনের = (x-৩+৫)  "
                     = (x+২)  "
প্রশ্নমতে  , x+২=৫২
       ∴  x=৫০ বছর

 ∴ আফজালের বয়স =(৫০-৫) বছর =৪৫ বছর


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions