এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারপ্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা । ঐ ব্যক্তির বাৎসরিক আয় কত?

A ৫৪,০০০ টাকা

B ৮১,০০০ টাকা

C ১৫,০০০ টাকা

D ৫৮,০০০ টাকা

Solution

Correct Answer: Option B

প্রতিটি শেয়ারের দাম =১০০ টাকা
 ∴  তিনি ক্রয় করেছিলেন ৯০০০০০/১০০ টি শেয়ার =৯০০০ টি শেয়ার
১ টি শেয়ারে লাভ করেন ৯ টাকা
 ∴৯০০০ টি শেয়ারে লাভ করেন ৯× ৯০০০ =৮১০০০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions