মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়?
A ভূপৃষ্ঠে
B ভূকেন্দ্রে
C ভূপৃষ্ঠ থেকে ৬০০ মিটার উপরে
D ভূপৃষ্ঠ থেকে ৬০০ মিটার নিচে
Solution
Correct Answer: Option A
পৃথিবীর যে বল বস্তুকে নিজের দিকে টানে সে বলকে মাধ্যাকর্ষণ বল বলে। ভূপৃষ্ঠে g এর মান সবচেয়ে বেশি বলে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি।
- মেরু অন্ঞলে g এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি।
- পৃথিবীর কেন্দ্রে g এর মান শূন্য।
- বুধের মাধ্যাকর্ষণ বল খুব কম হওয়ায় এটি কোন বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। এখানে মেঘ, বৃষ্টি, বাতাস, পানি ও প্রাণের অস্তিত্ব নেই।