যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মি. এবং রহিমের ৩০ মি. সময় লাগে তবে উভয়ে একত্রে ঐ কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে?
Solution
Correct Answer: Option A
করিম ৪৫ মিনিটে করে ১ অংশ কাজ
∴ ১ " " ১/৪৫ " "
রহিম ৩০ মিনিটে করে ১ অংশ কাজ
∴ ১ " " ১/৩০ " "
করিম ও রহিম ১ মিনিটে করে = (১/৪৫ + ১/৩০ ) অংশ
=২+৩ /৯০ = ৫/৯০ "
=১/১৮ অংশ
১/১৮ অংশ করে ১ মিনিটে
∴ ১ " " ১×১৮/১ =১৮ মিনিটে