একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
Solution
Correct Answer: Option D
সোনা ও তামার অনুপাতের যোগফল= ৩ +১ =৪
সোনার পরিমাণ ৩২ এর ৩/৪ =২৪ গ্রাম
তামার পরিমাণ ৩২ এর ১/৪ =৮ গ্রাম
ধরি , সোনা মিশাতে হবে x গ্রাম
শর্তমতে ,
২৪ +x ⦂ ৮=৪⦂ ১
২৪ +x /৮ =৪/১
২৪ +x =৩২
x =৩২-২৪
∴ x=৮
সোনা মেশাতে হবে ৮ গ্রাম ।