ক, খ ও গ এর বেতন অনুপাত ৭ঃ ৫ঃ ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?
A ৮৮৮ টাকা
B ৭৭৭ টাকা
C ৫৫৫ টাকা
D ৩৩৩ টাকা
Solution
Correct Answer: Option B
ধরি ক এর বেতন =৭x
খ এর বেতন =৫x
এবং গ এর বেতন = ৩x
প্রশ্নমতে , ৫x=৩x+২২২
৫x-৩x=২২২
বা, ২x =২২২
∴ x = ১১১
∴ ক এর বেতন ৭x=৭×১১১ =৭৭৭ টাকা