'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?

A রশীদ করিম

B শওকত ওসমান

C জহির রায়হান

D শহীদুল্লা কায়সার

Solution

Correct Answer: Option A

'উত্তম পুরুষ ' উপন্যাসের রচয়িতা রশীদ করীম । তার এ উপন্যাসে মনস্তাত্ত্বিক জটিলতার শিল্পিত রূপ প্রকাশ পেয়েছে । তার উল্লেখযোগ্য উপন্যাস -আমার যত গ্লানি ,প্রসন্ন পাষাণ , সোনার পাথর বাটি । শওকত ওসমান রচিত সর্বশ্রেষ্ঠ উপন্যাস 'ক্রীতদাসের হাসি '। জহির রায়হান রচিত উল্লেখযোগ্য উপন্যাস - হাজার বছর ধরে , আরেক ফাল্গুন , বরফ গলা নদী ।শহীদুল্লাহ কায়সার রচিত বিখ্যাত উপন্যাস সারেং বৌ ,সংশপ্তক ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions