Solution
Correct Answer: Option A
আদালত আরবি ভাষার শব্দ ।এ ভাষার আরও কিছু শব্দ হল - আল্লাহ , ইসলাম , খবর , ইনকিলাব , দালাল ইত্যাদি । বাংলা ভাষার শব্দ - হাঁড়ি , ঢেঁকি , বাতাসা ইত্যাদি । পর্তুগিজ ভাষার শব্দ - আনারস , বেগম , বাতাবি , সাবান ইত্যাদি । ফারসি ভাষার শব্দ - আইন , নবাব , নামাজ , সবুজ ইত্যাদি ।