বজ্রে তোমার বাজে বাঁশী?’ কোন কারকে কোন বিভক্তি?

A কর্তায় শূন্য

B অপাদানে ৭মী

C অধিকরণে ৭মী

D করণে ১মা

Solution

Correct Answer: Option B

'বজ্রে তোমার বাজে বাঁশি ' অপাদানে সপ্তমী । যা থেকে কিছু বিচ্যুত ,গৃহীত , বিরত ,জাত , আরম্ভ , দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। 
যেমন: মেঘ থেকে বৃষ্টি পড়ে; বাঘকে ভয় পায় না কে? ইত্যাদি। এখানে বজ্রে বাঁশি বাজা শুরু হয়েছে। 

বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন তা কর্তৃকারক । যেমন - হাসান বই পড়ে ( কর্তায় শূন্য ) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions