মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

A জাহান্নাম হইতে বিদায়

B জননী

C কর্ণফুলী

D সূর্য দীঘল বাড়ি

Solution

Correct Answer: Option A

'জাহান্নাম হইতে বিদ্যায় ' উপন্যাসটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস । এ উপন্যাসের রচয়িতা শওকত ওসমান । এ গ্রন্থটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি দলিল হিসেবে বিবেচনার যোগ্য । 'সূর্যদীঘল বাড়ী ' উপন্যাসটি পূর্ববাংলার দুর্ভিক্ষপীড়িত অন্ধ ধর্মবিশ্বাস জর্জরিত সমাজবাস্তবতা ও গ্রামীণ পরিবার জীবনের বাস্তব প্রতিচ্ছবি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions