ক-এর টাকা খ-এর টাকার দ্বিগুণ। তাদের দুইজনের মোট ৩০ টাকা আছে। খ-এর কত টাকা আছে?
A ২০ টাকা
B ১৫ টাকা
C ১০ টাকা
D ৩০ টাকা
Solution
Correct Answer: Option C
ধরি , খ এর আছে x টাকা
∴ ক এর আছে 2x টাকা
শর্তমতে x+২x =৩০
বা , x =৩০ /৩
∴ x = ১০ টাকা
∴ খ এর আছে ১০ টাকা