বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি ?
A প্রভু যিশুর বাণী
B কৃপার শাস্ত্রের অর্থভেদ
C ফুলমণি ও করুণার বিবরণ
D মিশনারি জীবন
Solution
Correct Answer: Option B
বাংলা কথ্য ভাষার আদি নিদর্শন 'কৃপার শাস্ত্রের অর্থভেদ' । গ্রন্থটি ১৭৪৩ সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান হরফে প্রকাশিত হয় । এটি ১৭৩৫ সালে গাজীপুরের ভাওয়ালে অবস্থানকালে লেখা হয়েছে বলে এর ভূমিকায় উল্লেখ করা হয় ।