বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় ?

A ষোড়শ শতকে

B নবম শতকে

C ত্রয়োদশ শতকে

D ঊনিশ শতকে

Solution

Correct Answer: Option D

-ঊনিশ শতকের শুরুর দিকে বাংলা ভাষার গদ্য সাহিত্য রচনা শুরু হয় ।
-এ সময়কে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হিসেবে বিবেচনা করা হয় ।
-আধুনিক যুগকে দুটি পর্যায়ে ভাগ করা যায়-
-প্রথম পর্যায়ে ১৮০১ - ১৮৬০ পর্যন্ত,
-দ্বিতীয় পর্যায় ১৮৬১ থেকে সাম্প্রতিককাল পর্যন্ত ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions