'বেদান্ত' শব্দটির অর্থ 'বেদের অন্ত বা শেষ ভাগ' । বেদান্ত হিন্দু দর্শনের একটি আস্তিক শাখা । বেদান্ত দর্শনে মূল ভিত্তি উপনিষদ্ । এদেশে বেদান্ত দর্শন প্রচার ও প্রসারে রাজা রাজমোহন রায়ের ভূমিকা ছিল স্মরণীয় । তিনিই প্রথম বাংলা ভাষায় বেদান্তের ব্যাখ্যা প্রচার করেন । এ উদ্দেশ্যেই লিখেন- বেদান্তগ্রন্থ (১৮১৫) । এটি রামমোহন রায় কর্তৃক প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ । বেদান্ত গ্রন্থ সবার বোধগম্য নাও হতে পারে এ চিন্তা থেকেই এর তাৎপর্য ও সার সংকলন নিয়ে রচনা করেন ' বেদান্তসার' (১৮১৫) ।
তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহঃ
বেদান্ত গ্রন্থ (১৮১৫) : সাধু ভাষায় রচিত। বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধ গ্রন্থ ও তাঁর প্রথম রচনা।
বেদান্তসার (১৮১৫)
প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ (১৮১৮) : সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে।
ভট্টাচার্যের সহিত বিচার (১৮১৭) : মৃত্যুঞ্জয়ের কথার উত্তরে
গোস্বামীর সহিত বিচার (১৮১৮)