কোন গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়?
Solution
Correct Answer: Option B
ফানটা, সেভেন আপ, পেপসি প্রভৃতি প্রস্তুত কালে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে পানিতে দ্রবীভূত করা হয়। একে সোডা ওয়াটার বলে। সোডা ওয়াটার এ বিভিন্ন চাপে CO2 ও পানির মিশ্রণ থাকে। স্বাদের জন্যই এ গ্যাস যোগ করা হয়। সোডা ওয়াটার তৈরি করা হয় CO2 কে অত্যাধিক চাপে তরল করে।