‘পাবলো পিকাসো’ কে ছিলেন?

A চিত্রশিল্পী

B সংগীত শিল্পী

C দার্শনিক

D সাহিত্যিক

Solution

Correct Answer: Option A

পাবলো পিকাসো ২৫ অক্টোবর ১৮৮১ সালে স্পেনের মালাগায় জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, মৃৎশিল্পী, কবি এবং নাট্যকার। 
- তাঁর বিখ্যাত শিল্পকর্ম হচ্ছে গোয়ার্নিকা, উইমেন অব আলজিয়ার্স, সেলফ পোট্রেট, দ্য ব্লু রুম, ওল্ড গিটারিস্ট প্রভৃতি। 
- পাবলো পিকাসো ৮ এপ্রিল ১৯৭৩ সালে ফ্রান্সে মৃত্যুবরণ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions