ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন -

A রাজা রামমোহন রায়

B কেশবচন্দ্র সেন

C দেবেন্দ্রনাথ ঠাকুর

D স্বামী বিবেকানন্দ

Solution

Correct Answer: Option A

রাজা রামমোহন রায়ঃ
- আধুনিক ভারতের রেনেসাঁর জনক।
- পরিচয়: ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলনের প্রবক্তা এবং বাঙ্গালি দার্শনিক।
- জন্মস্থান: হুগলির রাধানগর গ্রাম, পশ্চিমবঙ্গ।
- ভাষাজ্ঞান: আরবি, ফার্সি, উর্দু, ল্যাটিন ও গ্রিক ভাষায় দক।
- প্রতিষ্ঠা করেন: কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল (১৮২৩), ব্রাহ্ম-সমাজ। (১৮২৮) [দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে যৌথ উদ্যোগে]
- ব্রাহ্ম-সমাজের পূর্বনাম: আত্মীয়সভা।
- সম্পাদিত পত্রিকা:ব্রাহ্মণ সেবধি, সম্বাদ কৌমুদী, মিরাৎ-উল-আখবার।
- রচিত গ্রন্থসমূহ:
• বেদান্ত গ্রন্থ (১৮১৫): সাধু ভাষায় রচিত; বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধগ্রন্থ।
• গোস্বামীর সহিত বিচার এবং প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ (১৮১৮): সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে।
• গৌড়ীয় ব্যাকরণ (১৮৩৩): বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ।
• তুহফাউল মুয়াহিদ্দীন: একেশ্বরবাদের উপর রচিত।
• বেদান্তসার (১৮১৫), ভট্টাচার্যের সহিত বিচার (১৮১৭) ইত্যাদি।

- অবদান:
• সতীদাহ প্রথা রোধে প্রধান ভূমিকা পালন।
• গঙ্গায় সন্তান বিসর্জন ও কন্যাশিশু হত্যা রোধ।
• বাল্য বিবাহ্ ও কৌলিণ্য প্রথার বিরুদ্ধে ভূমিকা পালন।
• একশ্বরবাদী ব্রাহ্মসমাজ ও ব্রাহ্মধর্ম প্রতিষ্ঠা।
• ভারতবর্ষে ইংরেজি শিক্ষার অগ্রদূত। ইংরেজি শিক্ষা চালুর জন্য তিনি লর্ড আর্মহাস্টকে চিঠি লেখেন। অবশেষে তাঁর মৃত্যুর ২ বছর পর ১৮৩৫ সালে উপমহাদেশে ইংরেজি শিক্ষা চালু হয়।

- রাজা রামমোহন রায়কে সামাজিক সংস্কার আন্দোলনে সহায়তা করেন: বৃটিশ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- রাজা উপাধি দেন: দিল্লি সম্রাট দ্বিতীয় আকবর (১৮৩০)
- সমাধি: ব্রিস্টলের আর্নস ভ্যাল, যুক্তরাজ্যের তরুণ শিক্ষক এবং ভারতে ইয়াং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions