Solution
Correct Answer: Option A
রাজা রামমোহন রায়ঃ
- আধুনিক ভারতের রেনেসাঁর জনক।
- পরিচয়: ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলনের প্রবক্তা এবং বাঙ্গালি দার্শনিক।
- জন্মস্থান: হুগলির রাধানগর গ্রাম, পশ্চিমবঙ্গ।
- ভাষাজ্ঞান: আরবি, ফার্সি, উর্দু, ল্যাটিন ও গ্রিক ভাষায় দক।
- প্রতিষ্ঠা করেন: কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল (১৮২৩), ব্রাহ্ম-সমাজ। (১৮২৮) [দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে যৌথ উদ্যোগে]
- ব্রাহ্ম-সমাজের পূর্বনাম: আত্মীয়সভা।
- সম্পাদিত পত্রিকা:ব্রাহ্মণ সেবধি, সম্বাদ কৌমুদী, মিরাৎ-উল-আখবার।
- রচিত গ্রন্থসমূহ:
• বেদান্ত গ্রন্থ (১৮১৫): সাধু ভাষায় রচিত; বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধগ্রন্থ।
• গোস্বামীর সহিত বিচার এবং প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ (১৮১৮): সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে।
• গৌড়ীয় ব্যাকরণ (১৮৩৩): বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ।
• তুহফাউল মুয়াহিদ্দীন: একেশ্বরবাদের উপর রচিত।
• বেদান্তসার (১৮১৫), ভট্টাচার্যের সহিত বিচার (১৮১৭) ইত্যাদি।
- অবদান:
• সতীদাহ প্রথা রোধে প্রধান ভূমিকা পালন।
• গঙ্গায় সন্তান বিসর্জন ও কন্যাশিশু হত্যা রোধ।
• বাল্য বিবাহ্ ও কৌলিণ্য প্রথার বিরুদ্ধে ভূমিকা পালন।
• একশ্বরবাদী ব্রাহ্মসমাজ ও ব্রাহ্মধর্ম প্রতিষ্ঠা।
• ভারতবর্ষে ইংরেজি শিক্ষার অগ্রদূত। ইংরেজি শিক্ষা চালুর জন্য তিনি লর্ড আর্মহাস্টকে চিঠি লেখেন। অবশেষে তাঁর মৃত্যুর ২ বছর পর ১৮৩৫ সালে উপমহাদেশে ইংরেজি শিক্ষা চালু হয়।
- রাজা রামমোহন রায়কে সামাজিক সংস্কার আন্দোলনে সহায়তা করেন: বৃটিশ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- রাজা উপাধি দেন: দিল্লি সম্রাট দ্বিতীয় আকবর (১৮৩০)
- সমাধি: ব্রিস্টলের আর্নস ভ্যাল, যুক্তরাজ্যের তরুণ শিক্ষক এবং ভারতে ইয়াং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা।